হাওর বার্তা ডেস্কঃ কিছু পাখিকে প্রকৃতির ইঞ্জিনিয়ার বলা হয়। তাদের বাসা তৈরির পদ্ধতি মানুষকে মুগ্ধ করে। মানুষ হক বা পাখি, প্রত্যেকের কাছেই ভালোবাসার জায়গা তার বাসস্থান। আর সেই জায়গা সাজিয়ে তুলতে কেউই কার্পণ্য করে না।
একজন টুইটার ইউজার প্রথম এই পাখির বাসাটির ভিডিও শেয়ার করেছিলেন। তারপর সেই বাসা দেখে অনেকেই বলছেন এটি ইঞ্জিনিয়ার বার্ড এর অসাধারন শিল্প সৃষ্টি। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। মানুষ মুগ্ধ হয়ে দেখছে প্রকৃতির আসলে রূপ। তবে কোন পাখি কোথায় এমন বাসা বানিয়েছে তা অবশ্য টুইটে উল্লেখ করা হয়নি।