ঈদের পরেই তথ্য সংগ্রহ করবে ইসি

পনেরো বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ করতে ঈদুল ফিতরের পরপরই তথ্য সংগ্রহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৪ মে) নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ  এ তথ্য জান‍ান।

তিনি বলেন, আঠারো বছরের কম বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ঈদের পরেই তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

২০১৪ সালের ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে শাহ নেওয়াজ বলেন, যারা সর্বশেষ হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভূক্ত হয়েছেন শিগগিরই তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।

ইসি’র পরিকল্পনা অনুযায়ী, ২০০০ সালের ১ জানুয়ারির আগে যারা জন্মগ্রহণকারীদের তথ্য নেওয়া হবে। এক্ষেত্রে প্রথমবারের মতো অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে কেবল ১৫ থেকে ১৭ বছর বয়সীদের এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। পরবর্তীতে ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হবেন। ভবিষ্যতে ১৫ বছরের কম বয়সীদেরও এ কার্যক্রমের আওতায় আনা হবে বলে ইসি সূত্রে জানা যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর