হাওর বার্তা ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আজহার জন্য ১৪টি কোরবানির পশুর হাটের দরপত্র আহ্বান দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরমধ্যে তিনটি হাটে কোনো দরপত্র পড়েনি। আর দুটি হাটে দরপত্রের মূল্যের চেয়ে কম ডাক উঠেছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই হাটগুলোর জন্য আবারও দরপত্র আহ্বান করা হবে।
সংশ্লিষ্টরা জানায়, শ্যামপুর বালুর মাঠ, দনিয়া কলেজ ও ধূপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গার জন্য কোনো দরপত্র পড়েনি মেরাদিয়া বাজার ও আরমানিটোলা মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গার জন্য কমমূল্যে দরপত্র পড়েছে।
মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গার সর্বোচ্চ দর উঠেছে ৯০ লাখ ৩ হাজার টাকা। দরপত্রে এর মূল্য ছিল ১ কোটি ৯ লাখ টাকারও বেশি। অন্যদিকে, আরমানিটোলা মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গার সর্বোচ্চ দর উঠেছে এক কোটি ১৫ লাখ টাকা। দরপত্রে এর মূল্য ছিল এক কোটি ৬৫ লাখ টাকার বেশি।
সোমবার (২৯ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে দরপত্র খোলেন প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।