একাত্তরের যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চলচ্চিত্র ২০১৫’ শীর্ষক এক প্রামান্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘বর্তমান সংবিধানে না হলে প্রয়োজনে তা পরিবর্তন করে যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে। যুদ্ধাপরাধীদের দল জামায়াত যেন বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করতে না পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ধর্মীয় দল হিসেবে নয়, যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হবে। জয়ের আনন্দে আমরা ভুলে গিয়েছি কিন্তু পরাজিত সৈনিকেরা ভুলেনি বলেই তারা এখনো ষড়যন্ত্র করছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি করা যায় না। আর যারা করে, তারা যুদ্ধাপরাধী, মৌলবাদী ও মূর্খের দল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লায়ন সাখাওয়াত হোসেন, উত্তম কুমার বড়ূয়া প্রমুখ।