হাওর বার্তা ডেস্কঃ ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আকরামুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (২৮ জুন) সকালে মারা যান অ্যাডভোকেট আকরামুজ্জমান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রোববার (২৮ জুন) ভোর ৬টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমওইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৯ জুন সন্ধ্যায় তিনি সিএমএইচে ভর্তি হন। সেখানে করোনা পজেটিভ শনাক্ত হয়।