হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস জয় করে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ১৭ জুন আক্রান্ত হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন ছিলেন।
১০ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে শনিবার ঢাকার নিজ বাসায় ফিরে যান। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এদিন এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে তার শরীরে কোনো সমস্যা নেই। তবে ডাক্তারদের পরামর্শে আরও ১৫ দিন বাণিজ্যমন্ত্রী বাসায় আইসোলেশনে থাকবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।