হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের দিরাইয়ে শনিবার যাত্রীবাহী নৌকা ডুবে দু’জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এদের মধ্যে একজনের বয়স ৫০-৬০ এবং আরেকটি শিশু (১৩)। ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য।
জানাগেছে, ১৬ জন যাত্রী নিয়ে শনিবার সকাল ১০টার দিকে দিরাই থেকে ছেড়ে ধল হয়ে মার্কুলী যাওয়ার পথে বেলা পৌনে ১১টার দিকে উজানধল গ্রামে শাহ আবদুল করিমের বাড়ির পাশে কালনী নদীর দক্ষিণ পাড়ে যাত্রীবাহী নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
এ সময় চিৎকার শুনে ধল গ্রামের লোকজন নৌকার যাত্রীদের উদ্ধার করে। দিরাই থানার ওসি কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন।