হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের উপসর্গ এবং আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।
গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩০ হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে।
শনিবার (২৭ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৮টি। সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন।