হাওর বার্তা ডেস্কঃ সিলেটে করোনায় নতুন করে ১৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ৭২ জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকার ল্যাব থেকে এই তথ্য জানা গেছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- বুধবার ওসমানীর ল্যাবে ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে সিলেট জেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার অতিক্রম করলো।
এদিকে- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জের ২৮ জন এবং ঢাকার ল্যাবে হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের ৯ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭৩ জনে।
আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে ৮৯৮ জন, মৌলভীবাজারে ৩৬৫ জন ও হবিগঞ্জের ৪৯৩ জন রয়েছেন।