হাওর বার্তা ডেস্কঃ গত ২০১৯ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ৫ হাজার ৩৬৭ কোটি টাকা। আগে বছরের তুলনায় জমা প্রায় ১৫১ কোটি টাকা কমেছে।
বৃহস্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।
‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড–২০১৯’ শীর্ষক এ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ৩০ লাখ ফ্রাঁ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৩৬৭ কোটি টাকা।
গত ২০১৮ সাল শেষে যার পরিমাণ ছিল প্রায় ৬২ কোটি সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার ৫১৮ কোটি টাকা।
সাধারণত সুইস ব্যাংক অর্থের উৎস গোপন রাখে। বাংলাদেশ থেকে নানাভাবে অবৈধ উপায়ে পাচার হওয়া অর্থ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও এ সব ব্যাংকে অর্থ জমা রাখেন।
গত বছরের ৭ সেপ্টেম্বর রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত এক সেমিনারে অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, বছরে দেশ থেকে ৭৫ হাজার কোটি টাকা পাচার হচ্ছে।
গত ৩ মার্চ ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) এক প্রতিবেদনে জানায়, আমদানির সময় পণ্যমূল্য বাড়িয়ে এবং রপ্তানির সময় কম দেখিয়ে বাংলাদেশ থেকে কেবল ২০১৫ পাচার হয়েছে ১১ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৮ হাজার কোটি টাকা।