হাওর বার্তা ডেস্কঃ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিন রাত সাড়ে ১১টার দিকে ইফাবা‘র সাবেক পরিচালক হারুনুর রশীদ বলেন, আজ রাত দশটার দিকে তিনি ইন্তেকাল করেছেন।
হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়েছে। রাত ৯টায় সময় তিনি স্বজনদের কাছে তার খারাপ লাগার কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, সামীম আফজাল ২০০৯ সালের ২২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি এ পদে আসীন ছিলেন। এর আগে তিনি সরকারি নানা দায়িত্ব পালন করেন।