হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস মহামারির মধ্যেও কিছু কিছু হাসপাতাল রোগী ভর্তি না করার ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ধরনের ছলচাতুরি সমীচীন নয়। কিছু বেসরকারি হাসপাতাল মানুষের অসহায়ত্ব নিয়ে বাণিজ্য করছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার ঢাকায় তাঁর সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে আরো বলেন, ‘আসুন, ১৯৭১ সালে আমরা যেমন বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জন করেছি; এই করোনা সংকটেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে পারস্পরিক সহমর্মিতা, ত্যাগ ও সরকারি নির্দেশনা প্রতিপালনের মাধ্যমে করোনার আঁধার থেকে আলোয় উত্তরণের পথে এগিয়ে যাই। নিশ্চয়ই মহান স্রষ্টা আমাদের সহায় হবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘দেশে সরকারি-বেসরকারি হাসপাতালগুলো যখন আক্রান্ত রোগীদের সেবাদানের সর্বোচ্চ চেষ্টা করছে, ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধারা জীবন বাজি রেখে কাজ করছেন, তখন কিছু হাসপাতাল-ক্লিনিক যেকোনো সাধারণ সেবায় গেলে বাধ্যতামূলক করোনা টেস্ট করার কথা বলছে কিংবা করোনার রিপোর্ট ছাড়া চিকিৎসা দিচ্ছে না। এমন পরিস্থিতিতে ঢালাওভাবে এ ধরনের সিদ্ধান্ত চাপানো সাধারণ রোগীদের ওপর কতটা যৌক্তিক? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি?’
তিনি অভিযোগ করে বলেন, ‘টেস্টের ক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠান স্মার্ট এবং দ্রুত সেবা দিলেও কারো কারো বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। একদিকে টেস্টের সিরিয়াল পেতে সময় লাগে, অন্যদিকে নমুনা দেওয়ার রেজাল্ট পেতে লাগছে বেশ কয়েক দিন। এ সময় যেকোনো রোগী এবং তার আত্মীয়-স্বজন যেমন উদ্বিগ্ন হচ্ছে, তেমনি মনোবল হারানোর পরিস্থিতি তৈরি হচ্ছে অথবা অনেকে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। আমি এসব প্রতিষ্ঠানকে স্বল্প সময়ে রিপোর্ট প্রদান এবং স্যাম্পল গ্রহণে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সেবার মান বাড়ানোর আহ্বান জানাচ্ছি।’
কিছু বেসরকারি হাসপাতাল মানুষের অসহায়ত্ব নিয়ে বাণিজ্য করছে দাবি করে কাদের বলেন, ‘তাদের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং দুর্যোগে মানবিক হওয়ার আহ্বান জানাচ্ছি। অযৌক্তিক ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক সেবা প্রদানের অনুরোধ করছি। জটিল রোগীদের তাৎক্ষণিক সেবা প্রদান দেরি হলে তারা মৃত্যুর ঝুঁকিতে পতিত হবে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব বরাবরের মতো বিরূপ সমালোচনা করতে গিয়ে বিরাজনীতিকরণের অভিযোগ এনেছেন। আমরা তাঁকে স্পষ্টভাবে বলতে চাই, এই সংকটকালে সরকার তো কোনো রাজনীতি করছে না