বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আগামী ৩০ ডিসেম্বরের পৗর নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা। এ লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত মাঠে আছি। এ সময় জঙ্গিবাদ মোকাবিলায় সব গণতান্ত্রিক রাজনীতিক দলের সঙ্গে ঐক্য করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, অনেকেই বলতে শুরু করেছেন, এটা বোধহয় সিটি নির্বাচনের মতোই একটা নির্বাচন হবে। অনেক প্রতিকূল অবস্থায় আমরা এ নির্বাচনে অংশ নিয়েছি। আমরা জানি, প্রশাসনের মাধ্যমে নির্বাচন করবেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা খুব বেশি নেই। যেটা আছে সেটা একেবারেই অচল, নতজানু। সরকার যা ইচ্ছা তাই করবেন। সরকার যদি মান চান, তাদের সম্মান রক্ষার জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক। কিন্তু সেটা হবে না। মওদুদ আহমদ বলেন, মুখেই তারা বলতে থাকবেন, বলছেনও সুষ্ঠু নির্বাচন হবে। এসব জেনেও আমরা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপ্রাণ চেষ্টা করবো নির্বাচনের লড়াই শেষ পর্যন্ত মাঠে থাকার। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের প্রার্থীরা পৌরসভায় বিপুল ভোটে জয়ী হবে। সেই ভয়ে সরকার যদি নির্বাচনকে সুষ্ঠু করতে না দেয়। তবে এর পরিণতি সরকারকে বহন করতে হবে। বিএনপির এই প্রবীণ নেতা বলেন, আমরা এ নির্বাচনে কেন গেলাম, সবাই একমত হবেন, সরকারের নির্বাচন অগ্নিপরীক্ষা হবে। এক পরীক্ষায় তারা ফেল করেছে, এ পরীক্ষায় তারা পাস করে কিনা। মওদুদ আহমদ বলেন, তারা পাস করা মানে আমাদের বিজয়, দেশ বেঁচে যাবে। গণতন্ত্র ফিরে আসবে। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। শহীদ জিয়ার আদর্শে উদার গণতান্ত্রিক মধ্যপন্থি রাজনৈতি দল বিএনপি। বিএনপি জিয়ার আদর্শের চেতনায় উদ্বুদ্ধ। তিনি বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ। আমরা জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদকে ঘৃণা করি। সরকার ভুল নীতি গ্রহণ করেছে। গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় না থাকলে জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদের উদ্ভব ঘটে। আমরা সরকারকে আহ্বান জানাব- সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে দিন। তা না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবো। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব রিজভী আহমেদে পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
সংবাদ শিরোনাম
শেষ লড়াই পর্যন্ত আছি
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
- ২৩৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ