ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর তথ্য দিলেন হান্নান শাহ্

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • ৫১৪ বার

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আসন্ন পৌর নির্বাচনের যতই দিন যাচ্ছে, আওয়ামী লীগ ভীত হয়ে বিএনপির নেতাকর্মীদের বাধা দিচ্ছে। বিএনপির প্রার্থীর বাড়ির উঠানের মিটিংয়েও তারা হামলা চালাচ্ছে। রোববার জাতীয় প্রেসক্লাবে মহান বিজয় দিবস, বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হান্নান শাহ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই মানুষ ধানের শীষে ভোট দেবে। এ সময় তিনি বলেন, দেশের স্বার্থ বিদেশিদের কাছে বিলিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। বিএনপি সমর্থকরা মামলায় ভয় পান না উল্লেখ করে হান্নান শাহ বলেন, সরকার নিজের নাগরিকদের গুম করছে, মিথ্যা তথ্য দিয়ে ক্রসফায়ার করাচ্ছে। একদিন এ সকল হত্যার হুকুমদাতাদের বিচার হবে। প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির আর এক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকল শ্রেণীর মানুষের মুখে শোনা যায়, নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার পৌর নির্বাচনে প্রতিষ্ঠা পাবে তা আশা করা যায় না। এ সময় আসন্ন পৌর নির্বাচনে জনগণ ভোট দিতে না পারলে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সমালোচনা করে তিনি বলেন, পঙ্কজ শরণ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য। এটা বলার উনি কে? এসব বলার জন্য উনাকে (পঙ্কজ শরণ) দায়িত্ব দিয়েছে কে? সংগঠনের সভাপতি মো. হানিফ বেপারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্যকর তথ্য দিলেন হান্নান শাহ্

আপডেট টাইম : ১১:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আসন্ন পৌর নির্বাচনের যতই দিন যাচ্ছে, আওয়ামী লীগ ভীত হয়ে বিএনপির নেতাকর্মীদের বাধা দিচ্ছে। বিএনপির প্রার্থীর বাড়ির উঠানের মিটিংয়েও তারা হামলা চালাচ্ছে। রোববার জাতীয় প্রেসক্লাবে মহান বিজয় দিবস, বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হান্নান শাহ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই মানুষ ধানের শীষে ভোট দেবে। এ সময় তিনি বলেন, দেশের স্বার্থ বিদেশিদের কাছে বিলিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। বিএনপি সমর্থকরা মামলায় ভয় পান না উল্লেখ করে হান্নান শাহ বলেন, সরকার নিজের নাগরিকদের গুম করছে, মিথ্যা তথ্য দিয়ে ক্রসফায়ার করাচ্ছে। একদিন এ সকল হত্যার হুকুমদাতাদের বিচার হবে। প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির আর এক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকল শ্রেণীর মানুষের মুখে শোনা যায়, নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার পৌর নির্বাচনে প্রতিষ্ঠা পাবে তা আশা করা যায় না। এ সময় আসন্ন পৌর নির্বাচনে জনগণ ভোট দিতে না পারলে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সমালোচনা করে তিনি বলেন, পঙ্কজ শরণ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য। এটা বলার উনি কে? এসব বলার জন্য উনাকে (পঙ্কজ শরণ) দায়িত্ব দিয়েছে কে? সংগঠনের সভাপতি মো. হানিফ বেপারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।