ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠু না হলে দায় সরকারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • ৩৫২ বার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন দশম জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীনদের প্রভাববিস্তারের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি পৌর নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, ‘জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি যেন পৌরসভা নির্বাচনে না হয়। একই কাজ করলে জনগণ আপনাদের ঘৃণা করবে। সেজন্য পৌর নির্বাচন সুষ্ঠু করে দেখিয়ে দিন আপনারা জনগণের মতামতকে গ্রহণ করেন।’

মহান বিজয় দিবস উপলক্ষে ‘আজকের গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কর্মজীবী দল নামের একটি সংগঠন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘পৌর নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হলে এর দায় সরকারকেই নিতে হবে।’ নির্বাচন ‘অবাধ’ করার সামর্থ না থাকলে দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান।

দেশে গণতন্ত্র না থাকলে উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে ওঠে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রশাসন দিয়ে শান্তি রক্ষা করা যাবে না। এ জন্য দরকার জনগণের সরকার।’

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন ফারুক, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন। সভা পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু না হলে দায় সরকারের

আপডেট টাইম : ১২:১৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন দশম জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীনদের প্রভাববিস্তারের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি পৌর নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, ‘জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি যেন পৌরসভা নির্বাচনে না হয়। একই কাজ করলে জনগণ আপনাদের ঘৃণা করবে। সেজন্য পৌর নির্বাচন সুষ্ঠু করে দেখিয়ে দিন আপনারা জনগণের মতামতকে গ্রহণ করেন।’

মহান বিজয় দিবস উপলক্ষে ‘আজকের গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কর্মজীবী দল নামের একটি সংগঠন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘পৌর নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হলে এর দায় সরকারকেই নিতে হবে।’ নির্বাচন ‘অবাধ’ করার সামর্থ না থাকলে দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান।

দেশে গণতন্ত্র না থাকলে উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে ওঠে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রশাসন দিয়ে শান্তি রক্ষা করা যাবে না। এ জন্য দরকার জনগণের সরকার।’

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন ফারুক, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন। সভা পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার।