বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, দেশের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর চেয়ে যোগ্য আর কেউ নেই। যেকোনো সংকট নিরসনে শেখ হাসিনার অন্য কারো সঙ্গে আলোচনার প্রয়োজন নেই। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় সম্মেলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি এস কে সিনহার উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তিনি লিখিত বক্তব্য পাঠিয়ে দেন। এ অবস্থায় অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রধান অতিথি হিসেবে ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে নাজমুল হুদা বলেন, একসময় আমিই বলেছি, দেশের সমস্যা সমাধান ও সংকট নিরসনে দুই নেত্রীকে এক টেবিলে বসতে। এখন সংলাপের কোনো প্রয়োজন নেই। আলোচনার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী একাই সমাধান দিতে পারেন। আপনি একক সিদ্ধান্ত দেবেন এবং আপনিই একক কৃতিত্ব নেবেন। কৃতিত্ব শেয়ার করার মতো দ্বিতীয় কোনো যোগ্য ব্যক্তি নেই। নাজমুল হুদা বলেন, বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনায়ক আপনি। আপনার নেতৃত্বে বাংলাদেশের সর্বত্র দৃশ্যমান উন্নয়নের জোয়ার বইছে। স্বৈরশাসনের বেড়াজাল ছিন্ন করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করে, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার ক্ষমতা আপনার হাতেই। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। তিনি হাজারো মানবাধিকার কর্মী নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পাশে থাকার অঙ্গীকার করেন।
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার নাজমুল হুদার
- Reporter Name
- আপডেট টাইম : ১২:১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
- ২৮৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ