ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৯

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসে ভারতে এখন পর্যন্ত ১৬৯ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণলায়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে এই পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় । পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু কাশ্মিরের এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। জানা গেছে, শ্রীনগরের জনবহুল এলাকার বাসিন্দা ওই রোগীর থেকে আরও বহু মানুষের শরীরে ওই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে জম্মু কাশ্মীরের প্রশাসনিক কর্মকর্তা জুনেইদ আজিম মট্টু বলেছেন, সাধারণ মানুষকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

এদিকে চেন্নাইতেও এক যুবক নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় করোনা ভাইরাস প্রসঙ্গে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর