হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোমবার রাত ৯টার দিকে এক বখাটের হাতে আকলিমা আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। উপজেলার সলিমগঞ্জ ইউপির নিলুখী গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার নিলুখী গ্রামের ফল ব্যবসায়ী লিটন মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী আকলিমা বেগমকে একই গ্রামের বখাটে মনির হোসেন প্রায় কুপ্রস্তাব দিতো।
রাজি না হওয়ায় আকলিমাকে ছুরিকাঘাতে হত্যা করে সে। ওসি রনজিৎ রায় জানান, গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। খুনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।