দু’দিনের সফরে ঢাকায় আসছে তিন সদস্যের একটি মার্কিন প্রতিনিধি দল। প্রতিনিধি দল ১৩ ডিসেম্বর রোববার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র অধিদফতরের কাউন্সিলর ও রাষ্ট্রদূত থমাস শ্যানন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মনপ্রীত সিং আনন্দ। সফরে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের কর্তাব্যক্তি ও সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সুশিল সমাজের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। মার্কিন প্রতিনিধি দলের সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়ন ও সন্ত্রাস দমন ইস্যুগুলোতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন সরকার। সফর শেষে প্রতিনিধি দলটি ১৪ ডিসেম্বর সোমবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
সংবাদ শিরোনাম
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল
- Reporter Name
- আপডেট টাইম : ১০:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫
- ২৩৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ