আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, দিনাজপুরে ইস্কন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এতো বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কি ঘোড়ার ঘাস কাটে। শুক্রবার শিল্পকলার জাতীয় নাট্যশালায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত বলেন, দিনাজপুরে এত বড় ঘটনার পরও ঘটনাস্থলে কেন পুলিশ ছিল না। দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিলেন? আপনারা কি ঘোড়ার ঘাস কাটছেন? তিনি বলেন, দেশে দিন দিন সংখ্যালঘুর পরিমাণ কমছে। তাদের সরকারের দায়িত্বশীল জায়গায় রাখা হচ্ছে না। সংখ্যালঘুদের গুরুত্বারোপ না করলে একসময় আফগানিস্তানে পরিণত হয়ে যাবে দেশ। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো মনোযোগী হতে হবে। পৌর নির্বাচন নিয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, বিএনপির এ কমিটি স্ট্যান্ডও করে না আবার স্লিপও করে না। খালেদা জিয়া অপদার্থগুলোকে নিয়ে মিটিং করেছেন। নির্বাচনে এ রকম কোনো কমিটি করার সাংবিধানিক বিধান নেই।
সংবাদ শিরোনাম
খালেদা অপদার্থগুলোকে নিয়ে মিটিং করেছেন : সুরঞ্জিত
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫
- ২৪৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ