হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় উন্মোচন ইভেন্ট বাতিল করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ইভেন্টটিতে আইপ্যাড প্রো’র নতুন সংস্করণ, আইফোন এসই ২ বা আইফোন ৯ উন্মোচন করা হতো বলে অনেকের ধারণা ছিল।
করোনা আতঙ্কে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্লারা কাউন্টিতে বড় ধরনের জন সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে অ্যাপলের ৩১ মার্চের ইভেন্টটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
শুধু তাই নয়, প্রকৌশলীদেরকে এপ্রিল পর্যন্ত এশিয়ায় ব্যবসায়িক সফরে যেতে সীমাবদ্ধতা দিয়েছে অ্যাপল। চীনের উৎপাদন কারখানায় ৫জি আইফোনের প্রকৌশল যাচাই পরীক্ষাও পিছিয়েছে। তাই পেছাতে পারে আইফোন ১২-এর উন্মোচন অনুষ্ঠানও।
এর আগে করোনাভাইরাস শঙ্কায় গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘আই/ও’ বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মাউন্টেনভিউ ক্যালিফোর্নিয়ার শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে ১২ থেকে ১৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সম্মেলনটির। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবার কথা ছিল ফেসবুকের সবচেয়ে বড় বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ ৮’ সম্মেলন। সেটাও বাতিল করা হয়েছে।