চলতি ২০১৫-১৬ অর্থ বছরের প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমেছে। বুধবার পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল নিজেই এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মাসে এডিপি বাস্তবায়ন কমে দাঁড়িয়েছে ১৭ শতাংশ। যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কম। এডিপি বাস্তবায়ন গত বছরের একই সময়ে ছিলো ২০ শতাংশ।
কামাল বলেন, চলতি অর্থ বছরে মোট ১৬ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয় করেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ।
এদিকে, ২০১৫-১৬ অর্থ বছরে প্রায় লক্ষ কোটি টাকার এডিপি নির্ধারণ করা হয়েছে।