গত নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৬ দশমিক ০৫ শতাংশ। এর আগের মাস অক্টোবরে যা ছিল ৬ দশমিক ১৯ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া সর্বশেষ তথ্যে এ কথা বলা হযেছে।
বুধবার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমাসহ মন্ত্রণায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। একইসঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের দাম নিম্নমুখী। যার প্রভাবে পড়েছে দেশের বাজারে।’