হাওর বার্তা ডেস্কঃ ভৈরবে রেলওয়ের দখলীয় জায়গায় দখল মুক্ত করতে দীর্ঘ ৩০রছর পর এই প্রথম উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে বিতর্কিত উচ্ছেদ অভিযান নিয়ে নানামুখী গুন্জন শুরু। সচেতন মহলের অভিযোগ,অভিযানের নামে দূর্বলদের উচ্ছেদ আর প্রভাবশালীদের ছাড় দেয়া যেন দুষ্টের লালন, শিষ্টের দমন করা হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) সকাল ১০টার স্হলে দুপুর ১টার দিকে ভৈরব রেলওয়ে ষ্টেশনের থেকে উচ্ছেদ অভিযান শুরু করে শেষ করেন বিকাল ৩টায়।
এ সময় রেলওয়ের দখল করে গড়ে ওঠা বেশ কিছু দোকানপাট,ঘর বাড়ি ভাঙা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ডেপুটি কমিশনার নজরুল ইসলামন এবং নির্বাহী ম্যাজিষ্ট্যাট সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রীর খীসা, থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃশাহীন, রেলওয়ে ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস,থানা তদন্ত অফিসার বাহারুল আলম বাহার, ওসি রেলওয়ে নিরাপত্তা এনায়েত করিম,রেলওয়ে কর্তৃপক্ষের স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীসহ
স্থানীয় সংবাদ কর্মী।
অভিযানে নেতৃত্ব দেওয়া নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন এ পর্যন্ত ২৫০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। আজ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং বাকী গুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।