মুজিববর্ষের অনুষ্ঠানে থাকবে বাড়তি নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ মুজিববর্ষের অনুষ্ঠান হবে রাজধানীর পুরনো বিমানবন্দরের প্যারেড স্কয়ারে। অনুষ্ঠানের প্রতিটি স্তরেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত উপকমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে উপকমিটির দ্বিতীয় সভা আজ অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষাধিক অতিথি আসবেন। সেদিন ট্রাফিক রুট কি হবে তা পরে জানিয়ে দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রধান, দেশি-বিদেশি অতিথি,  কূটনৈতিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের দেশের ভিআইপিদের জন্যও সে ব্যবস্থা রাখা হচ্ছে। প্রতি স্তরে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ফায়ার সার্ভিস, মেডিকেল টিম সব সময় প্রস্তুত থাকবে জানিয়ে তিনি বলেন, সারাদেশব্যাপী সিটি কর্পোরেশন, বিভাগীয়, জেলা, উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তার উপকমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীগুলো যখনই প্রয়োজন হবে সভা করবে।

নাশকতা প্রতিরোধ ও স্যোশাল মিডিয়ায় গুজবকারীদের দিকে নজর থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এমন কিছু পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ৩টা ১৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থলের সব গেট বন্ধ হয়ে যাবে। সেদিন সকাল ১১ টার মধ্যে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান শেষ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে অনুরোধ জানানো হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর