মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা শ্রমিক পরিবারের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধা বিকাশ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চা ছাত্র যুব পরিষদ পাত্রখোলা শাখার উদ্যোগে ২৩ টি চা বাগানের শিক্ষার্থীদের নিয়ে শুক্রবার দু’টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চা ছাত্র যুব পরিষদ এর সদস্যরা জানান, কমলগঞ্জ উপজেলার ২৩টি চা বাগানের পঞ্চম শ্রেণি পড়–য়া দুই হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় ও শমশেরনগর ইউনিয়নের এ এ টি এম বহু মুখী উচ্চ বিদ্যালয়ে একযোগে মেধা বিকাশ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মেধা বিকাশ পরীক্ষায় পদ্ধতি, ছাত্র নিবন্ধণ ও আয়োজনকালে চা শ্রমিক সন্তানদের অন্য একটি সংগঠণ উত্তরণ বাংলাদেশ সার্বিক সহায়তা প্রদান করে।
আগামী ১৫ ডিসেম্বর ফলাফল ঘোষণার পর মেধা বিকাশ পরীক্ষায় মেধায় উত্তীর্ণ মোট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তিসহ পুরষ্কৃত করা হবে। শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, এ এ টি এম বহুমুমখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, স্কুল কমিটির সভাপতি আরিফুজ্জামান, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: খোরশেদ আলী।