ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গার্লস হোস্টেলের অজানা ১০ গোপন কথা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫
  • ৩৫৫ বার

গার্লস হোস্টেল! যেখানে স্বাধীনতা, মজা আর ফ্যাশনের মকটেল তৈরি হয়৷ এখানেই শেষ নয়, অনেক সময় সাধারণ লোকের চর্চায় বিষয় হয়ে ওঠে গার্লস হোস্টেল, যা অজানাই রয়েছে। এবার জেনে নিন, গার্লস হোস্টেলের অজানা ১০ গোপন কথা৷ ১. সেলফি টাইম গার্লস হোস্টেলে থাকা মেয়েদের সবচেয়ে ভালো টাইমপাস হলো সেলফি৷ কখনো একার বা কখনো সবাই মিলে গ্রুফি তুলেই তাদের দিন বেশ ভালোভাবেই কেটে যায়৷ ২. সম্পর্কের রসায়ন বাড়িঘর ছেড়ে একা থাকতে আসা মেয়েদের সবচেয়ে ভরসার মানুষ হয়ে ওঠে তার রুমমেট৷ রুমমেটরাই তখন মেয়েটির ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড৷ নতুন প্রেম বা প্রেমে ভাঙন সবতেই রুমমেটরা জ্ঞান দিয়ে থাকেন। ৩. এক্সারসাইজ সেশন হোস্টেলে বসেই মেয়েরা একে অপরকে নিয়ে পিএনপিসিতে মেতে ওঠেন৷ কে মোটা কে রোগা এ নিয়ে তাদের অলোচনা দীর্ঘ৷ এবার কেউ যদি বলে এক্সারসাইজ করা জরুরি তাহলে আর কথা নেই৷ গোটা হোস্টেলে তখন যোগ গুরু হয়ে ওঠে৷ কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, এক হপ্তার মধ্যেই শরীর চর্চা কেবল কথাতেই থেকে যায়৷ না পছন্দ হোস্টেলের খাবার প্রতিদিন গার্লস হোস্টেলের অন্দরে ন্যাশনাল ইস্যু হয় তা হলো খাবার৷ কখনো ডালে নুন বেশি তো কখনো আধ সেদ্ধ চাল নিয়েই চলে তাদের তর্ক৷ তবে নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বন্ধুদের বলতে ভুল করেন না। ৫. দূরভাষে বাক্যালাপ হোস্টেলের প্রতিটা কোণে একটা দৃশ্য একেবারে কমন৷ হোস্টেলের প্রতিটা কোণা খাপচিতে একজনকে দেখা যাবে ফোনে কথা বলতে৷ তবে তা অবশ্যই দু’চার মিনিটের ব্যাপার নয়৷ রাত গড়িয়ে সকাল হয়ে গেলেও তাদের কথা শেষ হওয়ার নয়৷ ৬. অনলাইন শপিং হোস্টেলে থাকা মেয়েরা যে কি পরিমাণে অনলাইন শপিং করেন তা কল্পনার অতীত৷ কেউ একজন যদি ভুল করেও বলেন যে, অমুক সাইটে জুতোয় ছাড় দিচ্ছে, ব্যস সবাই নিলে ল্যাপটপ বা মোবাইলে বুকিং শুরু করে দেন। ৭. পোশাক বদল প্রতিদিনই মেয়েরা তার আলমারির সামনে দাঁড়িয়ে অন্তত ১০ মিনিট ভাবেন আজ কি পরবো? ফাইনালি যখন কিছুই পছন্দ হয় না তখন নিজের আলমারি ছেড়ে তার বান্ধবীর আলমারিতে উঁকি মারা শুরু করেন৷ শুরু হয় পোশাক আদান-প্রদান৷ ৮. ঘরসজ্জা হোস্টেলের ঘর কেউ কেউ এমনভাবে সাজান তাতে দেখলে মনে হবে তারা সারাজীবন ওই ঘরেই থাকবেন৷ আর ঘর সাজানোর সবচেয়ে সাধারণ বস্তু হলো পরিবার আর বন্ধুদের সঙ্গে তোলা বিভিন্ন কায়দার ছবি৷ ৯. সৌন্দর্যের প্রতিযোগিতা সবাই হয়তো বিশ্ব সুন্দরীর খেতাব পাননি, কিন্তু হোস্টেলের মেয়েরা সবাই নিজেকে ঐশ্বর্য রাই মনে করেন৷ হোস্টেলের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো নাচ আর মডেলিং সেশন, যেটা শুরু হয় রাতে খাওয়ার পর৷ সেই দৃশ্য কেউ যদি দেখেন তবে হাঁ হয়ে যেতে পারেন৷ ১০. ক্যাট ফাইট হোস্টেলে যে সবাই সবার বন্ধু এমনটা ভাবা একেবারেই ভুল৷ সেক্ষেত্রে কারোর মধ্যে একবার ঝগড়া লাগলে সে জল অনেক দূর অবধি গড়ায়৷ যেন সাপ-নেউলে সম্পর্ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গার্লস হোস্টেলের অজানা ১০ গোপন কথা

আপডেট টাইম : ১২:০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫

গার্লস হোস্টেল! যেখানে স্বাধীনতা, মজা আর ফ্যাশনের মকটেল তৈরি হয়৷ এখানেই শেষ নয়, অনেক সময় সাধারণ লোকের চর্চায় বিষয় হয়ে ওঠে গার্লস হোস্টেল, যা অজানাই রয়েছে। এবার জেনে নিন, গার্লস হোস্টেলের অজানা ১০ গোপন কথা৷ ১. সেলফি টাইম গার্লস হোস্টেলে থাকা মেয়েদের সবচেয়ে ভালো টাইমপাস হলো সেলফি৷ কখনো একার বা কখনো সবাই মিলে গ্রুফি তুলেই তাদের দিন বেশ ভালোভাবেই কেটে যায়৷ ২. সম্পর্কের রসায়ন বাড়িঘর ছেড়ে একা থাকতে আসা মেয়েদের সবচেয়ে ভরসার মানুষ হয়ে ওঠে তার রুমমেট৷ রুমমেটরাই তখন মেয়েটির ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড৷ নতুন প্রেম বা প্রেমে ভাঙন সবতেই রুমমেটরা জ্ঞান দিয়ে থাকেন। ৩. এক্সারসাইজ সেশন হোস্টেলে বসেই মেয়েরা একে অপরকে নিয়ে পিএনপিসিতে মেতে ওঠেন৷ কে মোটা কে রোগা এ নিয়ে তাদের অলোচনা দীর্ঘ৷ এবার কেউ যদি বলে এক্সারসাইজ করা জরুরি তাহলে আর কথা নেই৷ গোটা হোস্টেলে তখন যোগ গুরু হয়ে ওঠে৷ কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, এক হপ্তার মধ্যেই শরীর চর্চা কেবল কথাতেই থেকে যায়৷ না পছন্দ হোস্টেলের খাবার প্রতিদিন গার্লস হোস্টেলের অন্দরে ন্যাশনাল ইস্যু হয় তা হলো খাবার৷ কখনো ডালে নুন বেশি তো কখনো আধ সেদ্ধ চাল নিয়েই চলে তাদের তর্ক৷ তবে নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বন্ধুদের বলতে ভুল করেন না। ৫. দূরভাষে বাক্যালাপ হোস্টেলের প্রতিটা কোণে একটা দৃশ্য একেবারে কমন৷ হোস্টেলের প্রতিটা কোণা খাপচিতে একজনকে দেখা যাবে ফোনে কথা বলতে৷ তবে তা অবশ্যই দু’চার মিনিটের ব্যাপার নয়৷ রাত গড়িয়ে সকাল হয়ে গেলেও তাদের কথা শেষ হওয়ার নয়৷ ৬. অনলাইন শপিং হোস্টেলে থাকা মেয়েরা যে কি পরিমাণে অনলাইন শপিং করেন তা কল্পনার অতীত৷ কেউ একজন যদি ভুল করেও বলেন যে, অমুক সাইটে জুতোয় ছাড় দিচ্ছে, ব্যস সবাই নিলে ল্যাপটপ বা মোবাইলে বুকিং শুরু করে দেন। ৭. পোশাক বদল প্রতিদিনই মেয়েরা তার আলমারির সামনে দাঁড়িয়ে অন্তত ১০ মিনিট ভাবেন আজ কি পরবো? ফাইনালি যখন কিছুই পছন্দ হয় না তখন নিজের আলমারি ছেড়ে তার বান্ধবীর আলমারিতে উঁকি মারা শুরু করেন৷ শুরু হয় পোশাক আদান-প্রদান৷ ৮. ঘরসজ্জা হোস্টেলের ঘর কেউ কেউ এমনভাবে সাজান তাতে দেখলে মনে হবে তারা সারাজীবন ওই ঘরেই থাকবেন৷ আর ঘর সাজানোর সবচেয়ে সাধারণ বস্তু হলো পরিবার আর বন্ধুদের সঙ্গে তোলা বিভিন্ন কায়দার ছবি৷ ৯. সৌন্দর্যের প্রতিযোগিতা সবাই হয়তো বিশ্ব সুন্দরীর খেতাব পাননি, কিন্তু হোস্টেলের মেয়েরা সবাই নিজেকে ঐশ্বর্য রাই মনে করেন৷ হোস্টেলের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো নাচ আর মডেলিং সেশন, যেটা শুরু হয় রাতে খাওয়ার পর৷ সেই দৃশ্য কেউ যদি দেখেন তবে হাঁ হয়ে যেতে পারেন৷ ১০. ক্যাট ফাইট হোস্টেলে যে সবাই সবার বন্ধু এমনটা ভাবা একেবারেই ভুল৷ সেক্ষেত্রে কারোর মধ্যে একবার ঝগড়া লাগলে সে জল অনেক দূর অবধি গড়ায়৷ যেন সাপ-নেউলে সম্পর্ক।