হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: ছালাউদ্দিন ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়কারী ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, ২নং ওয়ার্ডের মেম্বার মনির হোসেন, ইমন হাসান খোকন,আব্দুল্লাহ আল-মামুন, আ:আজিজ, আলমগীর, রাবেয়া বেগম, লাকি আক্তার,মনিরুজামান বাদশা, সিরাজুল,সোহেল প্রধান প্রমুখ।
রাস্তাগুলো মধ্যে রয়েছে রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের দুইটি ও ১নং ওয়ার্ডের একটি । পরে অতিথিরা রাস্তার কাজ উদ্বোধন শেষে মোনাজাত করেন।