হাওর বার্তা ডেস্কঃ যুগ্মসচিব পদে পদোন্নতি বিবেচনার জন্য এসএসবির (সুপিরিয়র সিলেকশন বোর্ড) বৈঠক শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া বৈঠক চলবে বৃহস্পতিবার পর্যন্ত। নিয়মিত ব্যাচ হিসেবে বিবেচনায় এসেছে ১৮তম ব্যাচ। উপসচিব পদে আগে পদোন্নতি বিবেচনার কথা থাকলেও এখন যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে শূন্য পদ বাড়ানোর পথ সুগম করা হচ্ছে।
সূত্র জানায়, দীর্ঘ ৭ বছর অপেক্ষা করার পর যুগ্মসচিব পদে পদোন্নতি পেতে যাচ্ছেন ১৮তম ব্যাচের পদোন্নতিযোগ্য কর্মকর্তারা। এ ব্যাচের ৯১ জন কর্মকর্তার মধ্যে ২০১৩ সালের মার্চে ৬৭ জনকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়। পরে চার ধাপে ব্যাচের আরও ২৪ জন পদোন্নতি পান। সব মিলিয়ে এখন প্রাথমিকভাবে পদোন্নতিযোগ্য কর্মকর্তার সংখ্যা ৮৩ জন। বাকি ৭-৮ জনের ক্ষেত্রে পদোন্নতি বিবেচনার শর্ত পূরণ হয়নি।
এছাড়া যথারীতি ইতিপূর্র্বে যুগ্মসচিব পদে পদোন্নতি বঞ্চিত লেফটআউট কর্মকর্তাদের মধ্য থেকে স্বল্পসংখ্যক কর্মকর্তা এবার পদোন্নতির দেখা পাবেন। তবে ১৮তম ব্যাচসহ পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের বিষয়টি এসএসবি’র বৈঠকে বিশেষভাবে পর্যালোচনা করা হবে। কেন প্রথম ধাপে ১৮তম ব্যাচের ২৪ জনকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়নি, তার কারণও অনুসন্ধান করা হবে।
একইভাবে সিনিয়র ব্যাচের কর্মকর্তা হওয়া সত্ত্বেও লেফটআউটদের মধ্যে যারা দীর্ঘদিন উপসচিব পদে পড়ে আছেন তাদের বিষয়গুলো এসএসবি নিবিড়ভাবে ইতিবাচক দৃষ্টিতে বিচার বিবেচনা করবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, যৌক্তিক কারণ ছাড়া কাউকে পদোন্নতি বিবেচনার সুপারিশ থেকে বাদ দেয়া হবে না।
প্রসঙ্গত, একজন কর্মকর্তা উপসচিব পদে ৩ বছর চাকরি করলে যুগ্মসচিব হওয়ার যোগ্যতা অর্জন করেন। সে হিসেবে ১৮তম ব্যাচের একটি বড় অংশ পদোন্নতিযোগ্যতা অর্জনের সময়সীমা পার করে আরও চার বছর ধরে উপসচিব পদে বসে আছেন।
যদিও বড় তিনটি ব্যাচের (১৯৮২, ৮৪ ও ৮৫) বিপুলসংখ্যক কর্মকর্তা ইতিমধ্যে অবসরে যাওয়ায় প্রশাসনে দীর্ঘদিনের পদোন্নতিজট আগের তুলনায় অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। এপ্রিলে ২৭তম ব্যাচ উপসচিব পদে পদোন্নতি পেলে জটমুক্ত পদোন্নতির নতুন মাইলফলক সৃষ্টি হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনে সব ধরনের জট কমিয়ে আনতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।