ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সেই স্বপ্ন তছনছ করে দিয়েছে সরকার : খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫
  • ৩২০ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যে স্বপ্ন নিয়ে মানুষ ১৯৯০ সালে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল, সেই স্বপ্ন তছনছ করে দিয়েছে সরকার। তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনার সঙ্গে বেঈমানি করছে। স্বৈরাচার পতন দিবস উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, স্বাধীনতার চুয়াল্লিশ বছরে বাংলাদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। গণবিরোধী শাসনের মুখে গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত হয়েছে। কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষ সেই বাধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘ্ন করেছে। তিনি বলেন, গণতন্ত্র আবারো সংকটের মুখে। বিনাভোটের একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ৫ জানুয়ারির একতরফা নির্বাচন জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দী করেছে। শাসক দল, গণতন্ত্র হত্যাকারী পতিত স্বৈরাচার ও ৭২-৭৫ এর সন্ত্রাসীরা একজোট হয়ে মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। খালেদা জিয়া বলেন, সব রাজনৈতিক দলের ইচ্ছায় নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগ তা সংবিধান থেকে মুছে দিয়েছে। বিনাভোটের সরকার জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছে। দেশে গণতন্ত্রের বিন্দুমাত্র চিহ্ন নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। ‘৯০-এর চেতনায় সবাইকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। কাল রোববার স্বৈরাচার পতন দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ আহবান জানান। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেই স্বপ্ন তছনছ করে দিয়েছে সরকার : খালেদা

আপডেট টাইম : ১১:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যে স্বপ্ন নিয়ে মানুষ ১৯৯০ সালে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল, সেই স্বপ্ন তছনছ করে দিয়েছে সরকার। তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনার সঙ্গে বেঈমানি করছে। স্বৈরাচার পতন দিবস উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, স্বাধীনতার চুয়াল্লিশ বছরে বাংলাদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। গণবিরোধী শাসনের মুখে গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত হয়েছে। কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষ সেই বাধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘ্ন করেছে। তিনি বলেন, গণতন্ত্র আবারো সংকটের মুখে। বিনাভোটের একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ৫ জানুয়ারির একতরফা নির্বাচন জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দী করেছে। শাসক দল, গণতন্ত্র হত্যাকারী পতিত স্বৈরাচার ও ৭২-৭৫ এর সন্ত্রাসীরা একজোট হয়ে মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। খালেদা জিয়া বলেন, সব রাজনৈতিক দলের ইচ্ছায় নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগ তা সংবিধান থেকে মুছে দিয়েছে। বিনাভোটের সরকার জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছে। দেশে গণতন্ত্রের বিন্দুমাত্র চিহ্ন নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। ‘৯০-এর চেতনায় সবাইকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। কাল রোববার স্বৈরাচার পতন দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ আহবান জানান। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়।