বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবেন আমাদের প্রার্থীরা। তিনি শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে একথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের গয়েশ্বর বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই ক্ষমতাসীন দলের দৌরাত্ম দেখা গেছে। আমাদের অনেকে তাদের মনোনয়ন জমা দিতে পারেননি। দিন গড়ানোর তাদের এই কর্মকাণ্ড আরো বাড়বে। তিনি বলেন, নির্বাচন কমিশন সেভাবে ভূমিকা রাখছে না। ভোটাররা সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদে কেন্দ্রে যেতে পারলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে। এ সময় মুক্তিযুদ্ধের প্রজন্ম’র সভাপতি শ্যামা ওবায়েদের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ প্রজন্ম’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
সুষ্ঠু হলে ৮০% ভোট পাবে বিএনপি : গয়েশ্বর
- Reporter Name
- আপডেট টাইম : ০২:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫
- ৩৭৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ