ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জনপ্রিয়তার জন্য কাজ করি না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
  • ১৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া দুই বাংলাতেই সমানতালে কাজ করছেন। সম্প্রতি এই নায়িকা  মুখোমুখি হয়ে জানালেন সিনেমা নিয়ে তার ব্যস্ততার গল্প। সাক্ষাৎকার  নিয়েছেন এইচ সাইদুল

অনেক দিন বড়পর্দায় দেখি না আপনাকে…

দেখুন, একজন শিল্পীর কাজ অভিনয় করা। আমিও অভিনয় করছি। তবে একটি ছবি মুক্তির বিষয়টি জানেন পরিচালক ও প্রযোজক। আপনি বোধহয় ‘শাহেনশাহ’র কথা বলছেন। শুনেছি ছবিটি এবারের রমজানের ঈদে মুক্তি পাবে।

শাহেনশাহ কি আগের ছবিগুলোর চেয়ে ফারিয়ার জনপ্রিয়তা বাড়িয়ে দেবে?

‘জনপ্রিয়তার জন্য কাজ করি না। কাজ করি ভালোবাসা থেকে। দেশকে ভালোবাসি। আমি বাংলাদেশি। আমার দেশে নিজস্ব প্রোডাকশনে শাহেনশাহ মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের বিষয়।’

আর কী কী সিনেমায় কাজ করছেন?

আমি এখন আগাগোড়া ঢাকাই চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি। হাতে এখন তিনটি ছবি আছে। দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ও ‘অপারেশন সুন্দরবন’। শাহীব শাহীনের একটি ছবির কাজও হাতে আছে। অন্যদিকে কলকতার ‘ভয়’ নামে একটিমাত্র ছবির শ্যুটিং হাতে আছে। চলতি বছর শুধু শাহেনশাহ নয়, আরও ছবি মুক্তি পাবে আশা করছি। আর এতে আমার আনন্দের মাত্রা আরও বেড়ে যাচ্ছে।’

ওপার বাংলা না এপার বাংলা? স্বাচ্ছন্দ্য কোথায় বেশি?

শুরুতে আমি বলেছি, আমাদের কাজ অভিনয় করা। অভিনয় কোথায় করব এটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে কাজ করব সেটি ভালো লাগতে হবে। এটি কলকাতায় হোক আর ঢাকায় হোক। তবে ঢাকায় ব্যস্ত হওয়ার বিষয়ে আশ্চর্যের কিছু নেই। কাজের মান নির্ভর করে নির্মাতার ওপর। আমি কৃতজ্ঞ যে, বাংলাদেশি যে ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি তিনি ভালোভাবে আমাকে তুলে ধরছেন। বাংলাদেশের কাজের মান এখন খুবই ভালো। এখন আর তুলনা করাই যায় না। কাজ করছি, করে যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয়তার জন্য কাজ করি না

আপডেট টাইম : ০৯:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া দুই বাংলাতেই সমানতালে কাজ করছেন। সম্প্রতি এই নায়িকা  মুখোমুখি হয়ে জানালেন সিনেমা নিয়ে তার ব্যস্ততার গল্প। সাক্ষাৎকার  নিয়েছেন এইচ সাইদুল

অনেক দিন বড়পর্দায় দেখি না আপনাকে…

দেখুন, একজন শিল্পীর কাজ অভিনয় করা। আমিও অভিনয় করছি। তবে একটি ছবি মুক্তির বিষয়টি জানেন পরিচালক ও প্রযোজক। আপনি বোধহয় ‘শাহেনশাহ’র কথা বলছেন। শুনেছি ছবিটি এবারের রমজানের ঈদে মুক্তি পাবে।

শাহেনশাহ কি আগের ছবিগুলোর চেয়ে ফারিয়ার জনপ্রিয়তা বাড়িয়ে দেবে?

‘জনপ্রিয়তার জন্য কাজ করি না। কাজ করি ভালোবাসা থেকে। দেশকে ভালোবাসি। আমি বাংলাদেশি। আমার দেশে নিজস্ব প্রোডাকশনে শাহেনশাহ মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের বিষয়।’

আর কী কী সিনেমায় কাজ করছেন?

আমি এখন আগাগোড়া ঢাকাই চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি। হাতে এখন তিনটি ছবি আছে। দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ও ‘অপারেশন সুন্দরবন’। শাহীব শাহীনের একটি ছবির কাজও হাতে আছে। অন্যদিকে কলকতার ‘ভয়’ নামে একটিমাত্র ছবির শ্যুটিং হাতে আছে। চলতি বছর শুধু শাহেনশাহ নয়, আরও ছবি মুক্তি পাবে আশা করছি। আর এতে আমার আনন্দের মাত্রা আরও বেড়ে যাচ্ছে।’

ওপার বাংলা না এপার বাংলা? স্বাচ্ছন্দ্য কোথায় বেশি?

শুরুতে আমি বলেছি, আমাদের কাজ অভিনয় করা। অভিনয় কোথায় করব এটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে কাজ করব সেটি ভালো লাগতে হবে। এটি কলকাতায় হোক আর ঢাকায় হোক। তবে ঢাকায় ব্যস্ত হওয়ার বিষয়ে আশ্চর্যের কিছু নেই। কাজের মান নির্ভর করে নির্মাতার ওপর। আমি কৃতজ্ঞ যে, বাংলাদেশি যে ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি তিনি ভালোভাবে আমাকে তুলে ধরছেন। বাংলাদেশের কাজের মান এখন খুবই ভালো। এখন আর তুলনা করাই যায় না। কাজ করছি, করে যাব।