হাওর বার্তা ডেস্কঃ বাজারে দাম চড়া থাকায় এবার পেঁয়াজ চাষে আদাজল খেয়ে নেমেছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের কৃষক। গত মৌসুমের তুলনায় এবার দ্বিগুণ জমিতে চাষ হচ্ছে পেঁয়াজের। এলাকায় দেখা যাচ্ছে নতুন পেঁয়াজ চাষী।
উপজেলা কৃষি অফিসার অফিসার কৃষিবিদ মো. শহীদুল ইসলাম জানান, গত মৌসুমে পেঁয়াজের আবাদ হয়েছিল মোট ৫১ হেক্টর জমিতে। চলতি মৌসুমে এ পর্যন্ত (০১ ফেব্রুয়ারি পর্যন্ত) স্থানীয় কৃষকেরা পেঁয়াজ রোপণ করেছেন প্রায় ১০৬ হেক্টর জমিতে। এখনও রোপণের কাজ চলছে। চলবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত। ধারণা করা হচ্ছে- প্রায় দেড়শ হেক্টর জমিতে এবার পেঁয়াজের চাষ হবে।
উপজেলার চান্দাইকোনা হাটে পেঁয়াজের চারা বিক্রি করতে চাষী আলামিন বলেন, চারার ব্যাপক চাহিদা। গত বছরের চেয়ে এবার প্রায় ৩ গুণ বেশি চারা বিক্রি করেছেন। দাম প্রতি কেজি ৮০ টাকা থেকে ১০০ টাকা। গত বছর এর দাম ছিল ২০-৩০ টাকা কেজি।
উপজেলার ধানগড়া ইউনিয়নের ধানগড়া গ্রামের পেঁয়াজ চাষী হেলাল উদ্দিন, আব্দুল মান্নান, চান্দাইকোনা ইউনিয়নের কোদলাদিগর গ্রামের কৃষক রমজান আলী ও আব্দুল খালেক বিশ্বাসের সঙ্গে কথা বলে জানা গেলো, গতবার অসময়ে দুই দফা বৃষ্টির কারণে পেঁয়াজ চাষাবাদে ক্ষতি হয়েছে। এবার বাজারে দাম বেশি ও অনুকূল আবহাওয়া থাকায় তারা সবাই প্রায় দ্বিগুণ জমিতে পেঁয়াজের চাষ করছেন।