আল্লামা আনোয়ার শাহ ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া হাদীস মুফতি মোহাম্মদ আলী

হাওর বার্তা ডেস্কঃ দেশের প্রখ্যাত আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ীর শায়খুল হাদীস ও মহাপরিচালক, ইদারাতুল উলূম আফতাবনগরের প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মোহাম্মদ আলী।

শোক বার্তায় তিনি বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ছিলেন আত্মমর্যাদা সম্পন্ন, স্পষ্টভাষী দেশের অন্যতম শীর্ষ আলেমে দীন, দীন-মিল্লাতের অতন্দ্রপ্রহরী, প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর, ঈমানী আন্দোলনের নন্দিত পুরোধা।

আল্লামা আনোয়ার শাহ পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ইউসুফ বিন নূরীর ছাত্র ও হারদুয়ী হজরত শাহ আবরারুল হক রহ.-এর খলিফা।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সিনিয়র সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম, ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ আসনে স্থান দান করেন পরিবাারের সকল সদস্যকে সবরে জামিল ইখতিয়ার করার তাওফিক দান করুন কায়মনোবাক্যে মহান রবের দরবারে এই কামনাই করছি।

এছাড়াও বরেণ্য এই আলেমের চিরবিদায়ে আরো শোক জানিয়েছেন- মাওলানা শওকত আলী কাশেমী, মাওলানা মুফতী লোকমান হাকিম, মাওলানা কারি আবূল কাশেম, মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর