ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সবুজ সংকেতের অপেক্ষায় ফেইসবুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫
  • ৩২১ বার

ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত, সন্ত্রাসীদের চিহ্নিতকরন এবং গ্রেফতার সহজ করতে আরো কয়েকদিন এ মাধ্যমগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে আজ শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজসংকেত পেলেই ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম খুলে দেওয়া হবে।

দুপুরে সিলেটের এমসি কলেজে ওয়াইফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অপব্যবহার রোধেই সাময়িকভাবে এগুলো (ইন্টারনেট যোগাযোগ মাধ্যম) বন্ধ রাখা হয়েছে জানিয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘তবে এটি সাময়িক, সবুজ সংকেত পেলেই এসব মাধ্যম খুলে দেওয়া হবে। এ বিষয়ে সরকার সচেতন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাইবার অপরাধ রোধে শিগগির আইন প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগিরই মন্ত্রিসভায় উঠবে এ বিষয়টি।’

এর আগে প্রতিমন্ত্রী বেসরকারি মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে এমসি কলেজে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন। এমসি কলেজের ৫০০ শিক্ষার্থী একসঙ্গে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। অনুষ্ঠানে রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সবুজ সংকেতের অপেক্ষায় ফেইসবুক

আপডেট টাইম : ০৯:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫

ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত, সন্ত্রাসীদের চিহ্নিতকরন এবং গ্রেফতার সহজ করতে আরো কয়েকদিন এ মাধ্যমগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে আজ শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজসংকেত পেলেই ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম খুলে দেওয়া হবে।

দুপুরে সিলেটের এমসি কলেজে ওয়াইফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অপব্যবহার রোধেই সাময়িকভাবে এগুলো (ইন্টারনেট যোগাযোগ মাধ্যম) বন্ধ রাখা হয়েছে জানিয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘তবে এটি সাময়িক, সবুজ সংকেত পেলেই এসব মাধ্যম খুলে দেওয়া হবে। এ বিষয়ে সরকার সচেতন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাইবার অপরাধ রোধে শিগগির আইন প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগিরই মন্ত্রিসভায় উঠবে এ বিষয়টি।’

এর আগে প্রতিমন্ত্রী বেসরকারি মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে এমসি কলেজে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন। এমসি কলেজের ৫০০ শিক্ষার্থী একসঙ্গে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। অনুষ্ঠানে রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি বক্তব্য দেন।