আন্দোলনের মুখে পিছু হটল নেপাল সরকার। নতুন সংবিধান গৃহীত হওয়ার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভের মুখে আবারও সংবিধান সংশোধন করার সিদ্ধান্ত নিল দেশটি।
এ আন্দোলনে বিভিন্ন দাবিতে সামনে থেকে নেতৃত্বে ছিল মদেশি ফ্রন্ট।
দেশটিতে গত কয়েক মাসের আন্দোলনে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে।আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে প্রান হারিয়েছেন পাঁচ জন মদেশিয় আন্দোলনকারী।আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
এ আন্দোলনের ফলে হিংসার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার কারণে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন ধর্মনিরপেক্ষ নেপালের প্রথম প্রধানমন্ত্রী কেপি ওলি। গতকাল সোমবারের সেই বৈঠকে মদেশিয় গোষ্ঠীর দাবি মেনে সংবিধান সংশোধন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আগামী বৃহস্পতিবার নেপালের সংসদে এ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।