বেশ কিছু দিন আগে থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রস্তাবটা দিয়ে আসছিল ইউকে সকার লিগ নামের এই প্রতিষ্ঠানটি । ব্রিটেন-ভিত্তিক প্রতিষ্ঠানটির প্রস্তাবিত ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ নিয়ে আগ্রহ থাকলেও এ নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থার ।
অবশেষে সব দ্বিধা ঝেড়ে এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ মাঠে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ১০০ কোটি টাকা বাজেটের এই স্বপ্নের ফুটবল লিগটি ২০১৬ সালের নভেম্বরেই মাঠে গড়াবে।
মঙ্গলবার সকালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের গুলশানের বাসায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ইউকে সকার লিগের প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আটটি দল নিয়ে আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজনে বাফুফের সঙ্গে এই ইউকে সকার লিগতো থাকছেই, সঙ্গে থাকছে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) ও বাংলাদেশের ব্যবসায়িক গোষ্ঠী সাইফ পাওয়ারটেক ।
আপাতত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটকেই প্রথম আসরের ভেন্যু হিসেবে ধরা হয়েছে। সাম্প্রতিক ফুটবল উন্মাদনার কথা বিবেচনায় আয়োজকদের মাথায় থাকছে যশোরের নামও। পর্যায়ক্রমে ভেন্যু বাড়ানোর ভাবনাও আছে আয়োজকদের।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগের উদ্বোধনে আর্জেন্টাইন মহাতারকা ডিয়েগো ম্যারাডোনারও আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন সিএমজির নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী। তিনি বলেন, ‘ম্যারাডোনাকে বলা আছে। তাঁর কাছ থেকে আমরা লিখিতভাবে সময় চেয়ে রেখেছি। আশা করছি তাঁকে এই প্রতিযোগিতায় নিয়ে আসা যাবে।