হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে ট্রাস্টের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপার্সন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় ট্রাস্টের সমাজ কল্যাণমূলক কর্মকান্ড সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং এর বিভিন্ন প্রকল্প আরো দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। ট্রাস্টের সমাজ কল্যাণমূলক কাজের আওতা বাড়ানোরও নির্দেশ দেন ট্রাস্টের চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন উপ-কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। ট্রাস্ট সদস্য আইনমন্ত্রী আনিসুল হ ক, শেখ কবির হোসাইন, প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর মোহাম্মদ নজরুল ইসলাম খানসহ অন্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
বঙ্গবন্ধু ভবনে ট্রাস্টের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়
- Reporter Name
- আপডেট টাইম : ০৮:৫২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
- ১৮১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ