জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আগামী কয়েকদিনের মধ্যে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন না। মঙ্গলবার জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিব আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন না।
বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিব বান কি মুন আগামী সপ্তাহের অধিকাংশ সময় নিউইয়র্কে কাটাবেন। এর পরে তিনি মাল্টায় যাবেন।
চলতি সপ্তাহে জাতিসংঘের মহাসচিব বান কি মুন উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন বলে সোমবার জাতিসংঘের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ এক প্রতিবেদনে জানায়।
দক্ষিণ কোরিয়ার নাগরিক ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন চলতি বছরের শুরুর দিকে পিয়ংইয়ং সফরের পরিকল্পনা করেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই বান কি মুনের উত্তর কোরিয়া সফরের অনুমতি দেয়া থেকে বিরত থাকে পিয়ংইয়ং।