নতুন পরিচালক এস আই খান পরিচালিত প্রথম ছবি ‘অচেনা হৃদয়’ মুক্তি পেয়েছে আজ। ছবিটি নির্মিত হয়েছে নতুন প্রযোজনা সংস্থা ফিল্ম লাইট প্রোডাকশনের ব্যানারে। প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রেমের এ ছবি। এনায়েত আকবর মিলন নিবেদিত এবং আসিফ আকবর প্রযোজিত ‘অচেনা হৃদয়’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ, নবাগত সুমন, শর্মিলী আহমেদ, রেহানা জলি, টাইগার রবি এবং একটি বিশেষ চরিত্রে ইমন। নতুন পরিচালক এসআই খান বলেন, অনেক যত্ন নিয়ে আমার প্রথম ছবিটি নির্মাণ করেছি। স্বপ্ন ছিল পরিচালক হবো, ভাল ছবি নির্মাণ করবো। ‘অচেনা হৃদয়’ অবশ্যই একটি ভাল ছবি হয়েছে। আমার বিশ্বাস ছবিটি দর্শকদের ভাল লাগবে।
সংবাদ শিরোনাম
মুক্তি পেয়েছে ‘অচেনা হৃদয়’
- Reporter Name
- আপডেট টাইম : ০৭:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
- ৩৫৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ