হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় পরবর্তি ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উড়িষ্যা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ময়মনসিংহ ৮২ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুপদিয়ায় ৩৩ দশমিক ২ ডিগ্রী এবং সর্বোনিম্ন তেঁতুলিয়া ১৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
ঢাকায় আজ বাতাসের গতিবেগ ৬ থেকে ১২ কিলোমিটার। যা গতকাল থেকে কমেছে। ঢাকায় আজ রোববার সর্যোদয় হয়েছে ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৫টা ২৩ মিনিটে।