এনামুলের দুর্ভাগ্য, ইমরুলের কী

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ​একাদশে জায়গা পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যপার হয়ে দাড়িয়েছে। কোন রকমে একজন প্লেয়ার দল থেকে বেরিয়ে গেলে আবার দলে জায়গা পাওয়া যে তার জন্য কত কঠিন হয়ে পড়ে তা, হাড়ে হাড়ে টের পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। অনেক ভালো ফর্ম নিয়ে ২০১৪ বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। কিন্তু অপ্রত্যাশিত এক চোটে বিশ্বকাপ শেষ হয়ে যায় তার। এর পর চোটের দখল কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে নিয়ে খেলতে থাকলেও একাদশে যেন তার আর সুযোগ মিলছে না। অবশেষে আট মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ ফেলেন এনামুল। আজ শুক্রবার বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুটি টিটুয়ন্টির প্রথমটিতে জিম্বাবুয়ের বেঁধেদেয়া ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে চার মেরে ইনিংসের শুরু করেন তামিম ইকবাল। কিন্তু ওই ওভারের শেষ বলে রান আউটে কাটা পড়েন টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়। তিনি মাত্র (১) এক রান করে সাজ ঘরের দিকে ফিরে যান। তবে এই ছোট স্কােরটি তার দলে থাকার বিষয়ে প্রশ্ন হয়ে দাড়াতে পারে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই অনেককে পেছনে ফেলে একাদশে সুযোগ করে নিয়েছিলেন এনামুল। টানা দুটো ৭০-এর​ ইনিংস খেলে, দারুণ স্ট্রাইক রেটে ব্যাট করার বদৌলতে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন ইমরুল কায়েস। তবে একাদশে জায়গা হয়নি এনামুলের দাপটের কাছে। অবশ্য ইমরুল গত চার বছর ধরেই টি-টোয়েন্টিতে দলের বাইরে অবস্থান করছেন। তবে চার বছরের অপেক্ষাটা আরও যেন দীর্ঘ হলো তার জন্য। নাকি এনামুলেই কাপাল পুড়লো?

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর