বিশ্ববরেণ্য আলেমে দীন মুফতি আব্দুর রহমানের ইন্তেকাল

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ কাউন্সিলের সাবেক সদস্য ও বিশ্ববরেণ্য আলেমে দীন মুফতি আব্দুর রহমান ১০ নভেম্বর ২০১৫ মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত এ ব্যাংকের শরী‘আহ্ কাউন্সিলের সদস্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ও শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা শায়খ কুতুবুদ্দীন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় তারা বলেন, বাংলাদেশে ইসলামী ব্যাংক ব্যবস্থার প্রসার ও শরী‘আহ কাউন্সিলের সদস্য হিসেবে ইসলামী ব্যাংকে তাঁর অবদান অবিস্মরণীয়। এদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেন তিনি তাঁদের মধ্যে অন্যতম। ইসলামী অর্থনীতির ওপর তাঁর গবেষণালব্ধ কর্মপন্থা ও সিদ্ধান্ত ইসলামী অর্থনীতি এবং ব্যাংক ব্যবস্থা পরিচালনার প্রাতিষ্ঠানিক দিক উন্মোচন করেছে। ইসলামী ব্যাংকিং ও অর্থনীতিতে অবদানের জন্য সম্প্রতি তিনি সেন্ট্রাল শরী‘আহ বোর্ড ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ডপ্রাপ্ত হয়েছেন।

তাঁর রূহের মাগফিরাত কামনা করে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহে দোয়া করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর