যা কেউ দেননি তাই বগুড়াবাসীকে উপহার দিলেন শেখ হাসিনা

বগুড়াবাসীর জন্য উপহার নিয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা এর আগে কোনো রাষ্ট্রপ্রধান দেননি তাই বগুড়াবাসীকে উপহার দিলেন শেখ হাসিনা। শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আমি আজ আপনাদের কিছু উপহার ‍দিতে এসেছি। এসময় তিনি বগুড়ায় বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা দেন। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের জনসভায় এ ঘোষণা দেন তিনি। এর আগে বিকেল ৪টায় বক্তব্য দেয়া শুরু করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সফর ও জনসভাকে কেন্দ্র করে শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা বগুড়া শহর। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে বগুড়া সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী। সেখানকার কর্মসূচি শেষ করে বিকেলে জনসভায় যোগ দেন তিনি। বগুড়ায় যেসব প্রকল্পের উদ্বোধন করা হয়- প্রকল্পগুলো হলো- ১০তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাবতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বগুড়া মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া, কুন্দরহাট হাইওয়ে পুলিশ আউটপোস্ট, নন্দীগ্রাম, শিবগঞ্জের আলিয়ারহাটে অবস্থিত বগুড়া এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বগুড়া কাহালু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর নির্মাণকাজ, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়ার সময় ১৯টি ক্যু হয়েছিল। সে সময় অনেক আর্মি অফিসারকে হত্যা করা হয়েছিল। বগুড়ায় আওয়ামী লীগ দু’একটা সিট পেলেও আমরা আপনারদের পাশে থেকেছি। তিনি বলেন, নৌকার মানুষ কখনো কাউকে ঠকায় না। নৌকায় ভোট দিয়ে মানুষ অনেক কিছু পেয়েছে। নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ মানুকে দিতেই অাসে; দিয়েই যায়। ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর গত সাত বছরে এটিই শেখ হাসিনার প্রথম বগুড়া সফর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর