বিশ্ব দৃষ্টি দিবস ২০১৯ উপলক্ষে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা ৩৩ তম চক্ষুশিবির অনুষ্ঠিত

হাওর বার্তা ডেস্কঃ  ১০ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস-২০১৯ উপলক্ষে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর বিনামূল্যে ৩৩ তম চক্ষুশিবির অনুষ্ঠিত। ঢাকার শহর সমাজসেবা কার্যালয়-৫, আজিমপুর, ঢাকা/ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এর অর্থায়নে সমাজ কল্যান মন্ত্রণালয়ের বয়স্কভাতা ভোগীদের ছানি রোগীদের আগামী ২১-১০-২০১৯ ই রোজ সোমবার লায়ন্স চক্ষু হাসপাতালে এনে নেন্স সহ ছানি অপারেশন করানো হবে। চক্ষুশিবিরে দায়িত্বে ছিলেন দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সহ- সভাপতি সমন্বয় পরিষদ  লায়ন ডা. মো. শাহীন রেজা চৌধুরী।  সহযোগীতা করেন ডা: মারিয়া হাসিম সহ দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর মেডিকেল টিম । দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষুশিবিরে উপস্থিত ছিলেন মো:রকনুল হক  উপ-পরিচালক জেলা সমাজসেবা অফিস ঢাকা। মতিউর রহমান জামাল সভাপতি সমন্বয় পরিষদ মোঃ আমজাদ হোসেন সহ- সভাপতি সমন্বয় পরিষদ  মোঃ জহির উদ্দিন সমাজসেবা অফিসার শহর সমাজসেবা কার্যক্রম ৫ মো: সাইফুল ইসলাম সমাজ সেবা অফিসার ( রেজিঃ) জুবলী বেগম রানু উপতত্বাবধায়ক ছোটমনি নিবাস মোঃ আমিনুল হোসেন  প্রশিক্ষক মোঃ আবু তাহের সরকার,আব্দুর রাজ্জাক  সাখাওয়াত হোসেন পিপলু আজিজুল হক আবু তাহের সান্টু  জাহিদ হাসান চৌধুরী রুকন শাহরিয়ার নাজিম উদ্দিন জন্নু নরেজা চৌধুরী ওসি লালবাগ থানা এবং সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ শহর সমাজসেবা কার্যক্রম -৫ আজিমপুর ঢাকা। স্থানীয় আয়োজনে সমন্বয় পরিষদ শহর সমাজসেবা কার্যক্রম ৫ আজিমপুর,ঢাকা।

প্রেস রিলিজ

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর