বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইরানের আটটি বিশ্ববিদ্যালয় ঠাঁই পেয়েছে। এ কথা জানিয়েছেন ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী হোসেইন সালার আমোলি।
ইন্টারন্যাশনাল সায়েন্স ইনস্টিটিউট পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে- ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এক ধাপ উন্নতি হয়ে ১৬ থেকে ১৫-তে উঠেছে।
ইরানের সেরা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- তেহরান বিশ্ববিদ্যালয়, শহীদ বেহেশতি, শরিফ, আল্লামা তাবাতাবায়ি, খাজা নাসির উদ্দিন তুসি, এল্ম ওয়া সানাত (বিজ্ঞান ও প্রযুক্তি), মাশহাদ শহরের ফেরদৌসি বিশ্ববিদ্যালয় এবং শিরাজ বিশ্ববিদ্যালয়। ইরানের মন্ত্রী হোসেইন সালার আমোলি এক সংবাদ সম্মেমেলনে এ তথ্য জানান।
এদিকে, বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে রাশিয়ার সেরা ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা হয়েছে এবং তারা ইরানকে এ ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহমুদ নিলি আহমাদাবাদি।
– রেডিও তেহরান