পোস্টাল স্ট্যাম্পে শুধু মণীষীদের ছবিই নয় এবার স্থান পাচ্ছে আপনার বউয়ের ছবিও। চাইলে আপনারটাও যাবে। একটা সেলফি তুলুন, আর সেটি দিয়ে দিন পোস্ট অফিসে। ছবিটি স্ক্যান করে ছাপানো হবে পোস্টাল স্ট্যাম্পে। আপনার পাঠানো চিঠিকে আপনার ছবি লাগানো স্ট্যাম্পই সরকারি স্বীকৃতি দিয়ে পৌঁছে দেবে গন্তব্যে। পোস্ট অফিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে এবার নয়া উদ্যোগ নিতে চলেছে ভারতের পোস্টাল বিভাগ। খুব শিগগিরই তারা আনছে ‘মাই স্ট্যাম্প’-নামে একটি পরিষেবা। প্রেরক যদি চান তবে তার চিঠিতে তারই ছবি লাগানো স্ট্যাম্প ব্যবহারের সুযোগ করে দিচ্ছে ডাকবিভাগ। এ বছরের শেষের দিকেই ডাকবিভাগের মুখ্য কার্যালয়ে এ ব্যবস্থা চালু হবে বলে আশা করা হচ্ছে। এ পরিষেবা পেতে হলে একটি ফরম পূরণ করে পোস্ট অফিসে জমা দিতে হবে। তার সঙ্গে দিতে হবে ৩০০ টাকা ও নিজের একটি ফটো। ছবি কাছে না থাকলে সেখানেই সেলফি তুলে ডাক বিভাগের কর্মীদের দিয়ে দিন। তারা ছবিটি স্ক্যান করে ৫ টাকার সরকারি পোস্টাল স্ট্যাম্পে পরিণত করে দেবেন। এ কথা জানিয়েছেন ভারতের হেড পোস্ট অফিসের সিনিয়র পোস্ট মাস্টার আরএন যাদব। কেউ যদি অন্য কাউকে এধরনের স্ট্যাম্প উপহার দিতে চান, সেই সুযোগও দেবে ডাকবিভাগ। বিভিন্ন দেশে এরই মধ্যেই চালু রয়েছে এ ধরনের প্রকল্প। ২০১১ সালে দিল্লিতে প্রথম এ প্রকল্প লঞ্চ করা হয় একটি প্রদর্শনীতে। এলাহাবাদে এ প্রকল্প লঞ্চ করা হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবলের অভাবে তা এখনো হাতেকলমে শুরু করা যায়নি। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
সংবাদ শিরোনাম
পোস্ট অফিসে জায়গা হচ্ছে বউয়ের ছবি
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫
- ৬২১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ