হাওর বার্তা ডেস্কঃ রক্ষণশীল সৌদি আরবে এবার পর্যটক বাড়াতে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন আইনে দেশটিতে অবিবাহিত বিদেশি নারী-পুরুষ একসঙ্গে থাকার অনুমতি দেয়া হয়েছে। খবর-রয়টার্স।
শনিবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি নারীদের হোটেলে ওঠার নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে তারা শুধু নিজের পরিচয়পত্র দেখিয়েই হোটেল রুম ভাড়া নিতে পারবেন। এক্ষেত্রে পরিবারের কোন পুরুষ সদস্যের অনুমতি লাগবে না।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, কট্টর ইসলামিক দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ। তবে সম্প্রতি অর্থনীতিতে তেলনির্ভরতা কমিয়ে আনতে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
বিশেষ করে পর্যটন শিল্পকে চাঙ্গা করার জন্য পশ্চিমা দেশের অনুকরণে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এর অংশ হিসেবেই অবিবাহিত বিদেশিদের একসঙ্গে থাকার সুযোগ দেয়া হলো।