হাওর বারতাঃ তাইওয়ানে মঙ্গলবার সেতু ধসে পড়ার পর ছয়জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে।
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল নানফাওগায়ে ১৪০ মিটার দীর্ঘ সেতু ধসে পড়ার নাটকীয় দৃশ্য সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে। সেতুটি অন্তত তিনটি মাছ ধরা নৌকা ও একটি পেট্রোল ট্যাংকারের ওপর আছড়ে পড়ে।
ন্যাশনাল ফায়ার এজেন্সি বলছে, তাদের আশঙ্কা নিখোঁজ ছয়জন ধসে পড়া সেতু ও নৌকার নিচে চাপা পড়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, উদ্ধার অভিযান চলছে। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয় ফিলিপিনো ও তিনজন ইন্দোনেশীয় রয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইং ওয়েন সাংবাদিকদের বলেছেন, আমরা আশা করছি ক্ষতি কমিয়ে আনতে স্বল্প সময়ে অভিযান শেষ করা সম্ভব হবে।
তবে ১৯৯৮ সালে নির্মিত ব্রিজটি কেন ধসে পড়েছে তা জানা যায়নি। তাইওয়ানের পূর্ব উপকূলে সোমবার রাতে টাইফুনের প্রভাবে ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে গেলেও ব্রিজটি ধসে পড়ার সময়ে আবহাওয়া খুব চমৎকার ছিল।