হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা ইস্যু নিয়ে যেন বিতর্কের শেষ নেই। কোন দেশ বাংলাদেশকে সমর্থন দিলেও কোন দেশ বাংলাদেশকে সমর্থন দিচ্ছে না। এবার যে এই ব্যাপারে কথা বলেছেন মাল্যেশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির নিজেই।
এই ব্যাপারে তিনি বলেন ,’ এই নির্যাতনের মুখে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। যাদের অধিকাংশ আশ্রয় নিয়েছে বাংলাদেশের কক্সবাজারে। সেখানে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। যার জন্য আমরা বাংলাদেশটি সাধুবাদ জানাই। মালয়েশিয়াও যতটুকু সম্ভব করার চেষ্টা করেছে। মালয়েশিয়া এক লাখ নিবন্ধিত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে জানিয়ে মাহাথির বলেন, মালয়েশিয়ায় অনিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা আরও বেশি।
তিনি আরো বলেন ,’ তবে, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গাদের তুলনায় এ সংখ্যা একেবারেই কম। মাহাথির বলেন, মিয়ানমার বলছে, সন্ত্রাসী হুমকি মোকাবিলায় তারা রাখাইনে অভিযান চালিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেখানে যা ঘটেছে তা গণহত্যা। আসুন আমরা কোদালকে কোদাল বলতে শিখি। এটা হলে একটা সুষ্ঠ পৃথিবীতে আমরা বাঁচতে পারবো।